জল বিনে চাতকী ( লালন ফকির )

লালন ফকির

ওরে বিধি হায়রে বিধি
বলি ওরে বিধি হায়রে বিধি তোর মনে কি ইহায় ছিলো সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলো । ওরে বিধি হায়রে বিধি বলি ওরে বিধি হায়রে বিধি তোর মনে কি ইহায় ছিলো সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলো । চাতক থাকে মেঘের আশে মেঘ বরিষে অন্যদেশে । বলো চাতক বাঁচে কিসে । ওস্তাগত প্রাণ আকুল। সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলো । নবঘন বিনে বারি খায় না চাতক অন্য পানি । চাতকের প্রতিজ্ঞা ভারি । যায় যদি পান সেও তো ভালো সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলো । লালন বলে ওরে রে মন কই হলো মোর ভজন সাধন । বিনে সিরাজ সাইজির শরণ তাইতে জীবন বৃথা গেলো সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ