শ্রীজাতর অণু কবিতাবলী- ১ (চার লাইনের কবিতা) ( শ্রীজাত )

শ্রীজাত বন্দোপাধ্যায়-Srijato Bandopadhyay



(১)

এই শীতে আমি, দেখো, সমস্ত জখম খুব দরদামে কিনি।
শোনা গেছে গুজবের ফিরে আসা, কারও কারও গায়ে ওঠে শাল...
হাওয়া ছিল খুব, আর কখন যে নেমে গেছ খেয়াল করিনি।
মন খালি হতে হতে ফিরে আসে। যেন শেষ ডাউন লোকাল।

(২)

কখনও বৃষ্টির মতো স্মৃতিরা হঠাৎ ফিরে আসে...
পুরনো ছবির চেয়ে, আর বলো, বেশি কে রঙিন?
আমাদের দেখা হোক কোনও এক অতীতের মাসে
নতুন মেঘের নামে নাম রাখি, এই জন্মদিন!

(৩)

ভাল নেই মন, পড়ে আছে সব কাজ
যতক্ষণ না তোমার অসুখ সারে...
তুমি না থাকলে জানাই হতো না আজ —
ঋণাত্মকও যে এত ভাল হতে পারে!
(সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে)

(৪)

খেলা তো অনেক হবে। পায়ে পায়ে ঘুরে যাবে বল।
যেমন গ্রহের ঘোরা থামে না কিছুতে কোনও দিন...
কেবল আর কারও জন্যে খরচ হবে না প্রিয় জল
বদল চায় না বেশি। ভালবাসা এমনই প্রবীণ।

(ম্যারাডনার উদ্দেশ্যে)

(৫)

সকলে কিছু না কিছু নিয়ে যেতে আসে বুঝি?
দিতে কেউ আসে না কিছুই?
আমিও তেমনই আসি। শুধু নীরবতা খু্ঁজি।
কোলাহল দিয়ে তাকে ছুঁই।

(৬)

রাস্তাটা তুমি দত্তক নিয়েছিলে।
তোমার নিজের রাস্তা ছিল না, তাই।
বড় হয়ে গেছে সময়ে পাথর মিলে...
দূর থেকে এসে মাঝেমাঝে হেঁটে যাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ