কতই রঙ্গ দেখি দুনিয়ায় (সত্যজিৎ রায়)

সত্যজিৎ রায় (Satyajit Ray)



কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাইরে, ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই।।
আমি অর্থ কোন খুঁজে নাহি পাইরে
ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাইরে
ভাইরে, ভাইরে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

দেখো ভাল-জনে রইল ভাঙা ঘরে।।
মন্দ সে যে সিংহাসন চড়ে।।
ও ভাই, সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার।।
হিরার খনির মুজুর হয়ে
কানা-কড়ি নাই,
ও ভাই হিরার খনির মুজুর হয়ে
কানা-কড়ি নাই
ও তার কানা-কড়ি নাই।
ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাইরে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ওরে ভাইরে, ভাইরে
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ